যারা ইতিহাস বিকৃতীকারী দলের হয়ে রাজনীতি করেন তাদের ধিক্কার জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত হয়ে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি জামায়াত একাত্তরের পরাজিত শক্তি, তারা এখনো নিস্তেজ হয়ে যায়নি। নুসরাত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসন থেকে শুরু করে যারাই হত্যায় জড়িত ছিলো তাদের কঠোর শাস্তি প্রদান করা হবে। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরীসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি