বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন আহমেদের ডায়েরির মাধ্যমে বাংলাদেশ তার গুরুত্বপূর্ণ ইতিহাস ফেরত পেয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে প্রফেসর কামরুন নাহার বেগম রচিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. শিরিন আখতারসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি