এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০ শতাংশ কর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি বলেন, এর প্রতিবাদে আগামি ২৫ এপ্রিল ও ৩০ এপ্রিল সকাল ১১টায় সারাদেশে সকল উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হবে। এরপরেও যদি শিক্ষক কর্মচারীদের দাবি মানা না হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ কাওছার আলী শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য অধ্যাপক রনজিত কুমার মল্লিকসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি