রাঙামাটির কাউখালী উপজেলায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গোপাল কৃষ্ণ নাথ নামে এক শিক্ষককে আটক করেছে কাউখালী থানা পুলিশ।
শিশুটির পরিবার জানায়, রোববার সন্ধ্যায় উপজেলার মির সুপার মাকের্টের পাশে শিশুটি খেলা করছিল। এসময় তাকে পানি এনে দেয়ার কথা বলে ডেকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে ধর্ষক পালিয়ে যায়। রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে রোববার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গত ২১ ফেব্রুয়ারি আরো একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি