দক্ষ জনবল সৃষ্টিতে নারীদের জনসম্পদে রূপান্তর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার বিকালে চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। পরে চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন তিনি। মতবিনিময় সভায় কলেজের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া তুলে ধরেন শিক্ষকরা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সুনীল চন্দ্র চৌধুরী, উপাধ্যক্ষ মোসাদ্দেকুল বারী সহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি