চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় সরকারি কমার্স কলেজের পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর দেড়টার দিকে মরেদহটি উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার আশিকুর রহমান জানান, স্থানীয়রা ওই নারীকে পাগল হিসেবে চিনতেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে নগরের হালিশহরের খালপাড় এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে রোববার সন্ধ্যায় পোড়া ও গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুখসহ শরীরের প্রায় ৯০ ভাগ অংশ পুড়ে যাওয়ায়, মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি