নগরের চান্দগাঁও থানার সামনে থেকে সাজ্জাদ হোসাইন নামে ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে তাকে আটক করা হয়। সে চট্টগ্রামের সরকারি হাজী মুহম্মদ মুহসিন কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি। চান্দগাঁও থানার উপ-পরিদর্শক কাজল দাশ জানান, তার বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। এদিকে হাটহাজারীর কামালপাড়া এলাকা থেকে রোববার রাতে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ সাহাবুদ্দিন মাহমুদ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি