নিউজ ডেস্ক / বিজয় টিভি
২৩ এপ্রিল বিশ্ব গ্রন্থ ও কপিরাইট দিবস উপলক্ষে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে যৌথ ভাবে বাংলাদেশ ইউনেস্কো ও বিশ্বসাহিত্য কেন্দ্র।
মঙ্গলবার বিকেলে ‘আমাদের সৃজনশীল গ্রন্থ ও মেধাস্বত্ব’ শীর্ষক আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনেস্কোর সিনিয়র প্রোগ্রাম অফিসার ফারহানা ইয়াসমিন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ সোহরাব হোসেন। অনুষ্ঠানে সব বয়সের মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়া ও কপিরাইট সম্পর্কে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি