নিউজ ডেস্ক / বিজয় টিভি
রানা প্লাজা ট্রাজেডি আজ। ২০১৩ সালের ২৪ এপ্রিল ভবন ধসে নিহত হয় ১ হাজার ১১৬ জন পোশাক শ্রমিক। আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন অন্তত দুই হাজার জন।
সকালে রানা প্লাজার সামনে শহীদ বেদীতে নিহত ও আহত শ্রমিকদের স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রমিক সংগঠন। এছাড়া নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিভিন্ন শ্রমিক সংগঠন রানা প্লাজার সামনে মানববন্ধন করে। মানববন্ধন থেকে অবিলম্বে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানানো হয়। এছাড়া ১১ দফা দাবিতে গতকাল থেকে রানা প্লাজার সামনে বেশ কয়েকজন শ্রমিক আমরণ অনশন কর্মসুচী পালন করছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি