টেকনাফে পুলিশের সাথে পৃথক বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের একটি পরিত্যক্ত মাছের হ্যাচারীর পাশে প্রথম বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। এ সময় দিল মোহাম্মদ নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ৬ টি এলজি বন্দুক, ১৩ রাউন্ড কাতুজ ও ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোস্তাক আহমেদ নামে এক তালিকাভূক্ত ডাকাত নিহত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ সদরের লেঙ্গুর বিল পাহাড়ে এ ঘটনা ঘটে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি