রোজায় হকাররা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে সে লক্ষ্যে প্রশাসনকে পরিকল্পিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী হকার্সলীগ আয়োজিত ‘নগরাঞ্চলে পরিকল্পিতভাবে হকার পুনর্বাসন করার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ’ শীর্ষক আলোচনা প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষা উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা কখনো সাধারণ মানুষের পাশ ত্যাগ করতে পারেন না। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি