চট্রগ্রাম নগরীর হালিশহরে লাকী আক্তার খুনের ঘটনায় অভিযুক্ত আসামি খালেদ নুরকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পিবিআই।
বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। এদিকে নগরের পাঁচলাইশে প্রতিবন্দী এক নারীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আসামি মো. হানিফকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি