শিশুদের প্রতি প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জিনিয়াস মেধা বৃত্তির পুরস্কার ও শিশু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিনিয়াস ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন প্রফেসর ড. সেকান্দার চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইয়ুব খান সহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি