চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশের পাহাড়ে ঘুরতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন বিভিন্ন বর্ষের অন্তত ৫০ জন শিক্ষার্থী।
এদের মধ্যে জখম হয়েছেন আট শিক্ষার্থী। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘবদ্ধ ১৫ ছিনতাইকারীর মধ্যে কয়েক জনের কাছে দেশীয় অস্ত্রও ছিলো। শনিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে দর্শনীয় স্থান চালন্দা গিরি পথে এ ঘটনা ঘটে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জানান, ছিনতাইয়ের শিকার হওয়ার খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। প্রায় দুই ঘণ্টা অভিযান চালানোর পর তিন জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি