নিউজ ডেস্ক / বিজয় টিভি
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ‘জঙ্গি আস্তানা’য় বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন।
ভোর সাড়ে ৩টার দিকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ওই টিনশেড বাড়িটি ঘিরে ফেলে র্যাব। শুরুতেই ওই বাসার একটি কক্ষ থেকে বিস্ফোরণ ঘটানো হয়। এরপর ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গীরা। র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। সোয়া ৯টার দিকে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্পেশাল ফোর্সের সদস্যরা বাড়িটির ভেতরে ঢুকে পরিস্থিতি পর্যবেক্ষণে র্যাবের পক্ষ থেকে ড্রোন ওড়াতে দেখা যায় ওই এলাকায়। অভিযানস্থল পরিদর্শন শেষে বেলা ১১টার দিকে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সাংবাদিকদের জানান, ‘জঙ্গি আস্তানা’য় বিস্ফোরণে সেখানে থাকা সন্দেহভাজনদের মরদেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি