নিউজ ডেস্ক / বিজয় টিভি
জোর করে শপথ করিয়ে সরকার বৈধতা পেতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি একথা বলেন। রিজভী বলেন, বিএনপির শপথ নেয়াদের বিরুদ্ধে পূর্ববর্তীদের মতোই ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, বিএনপির নির্বাচিতদের চাপ সৃষ্টি করে শপথ নিতে বাধ্য করেছে সরকার। এদের মধ্যে দুজনকে জোর করে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়েছে। নেতাকর্মীদের প্রতিরোধের মুখে তারা সফল হয়নি। তবে, যারা শপথ নিয়েছেন তাদের বিরুদ্ধে ও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি