নিউজ ডেস্ক / বিজয় টিভি
নির্দিষ্ট সময়ে সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সংসদ অধিবেশন চলার মধ্যে স্পিকার সংসদ সদস্যদের সামনে এই ঘোষণা দেন। ফলে বগুড়া-৬ আসনটিতে নতুন করে নির্বাচনের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন। একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত পাঁচজন সংসদ সদস্য নানা নাটকীয়তার পর শপথ নিলেও দলটির মহাসচিব মির্জা ফখরুল শপথ নেননি।এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির সাংসদদের শপথ নেয়াটা রাজনীতির জন্য চমক বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, সময়ই প্রমাণ করবে, এটি সঠিক সিদ্ধান্ত ছিলো কি না।
নিউজ ডেস্ক / বিজয় টিভি