নিউজ ডেস্ক / বিজয় টিভি
জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রোধে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ১৪ দলের নেতারা।
সন্ত্রাসবাদ রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন তারা। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত শান্তি সমাবেশে এ আহ্বান জানান শীর্ষনেতারা। জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতা রুখে দাড়াও মানবতা শীর্ষক আলোচনা সভায় অংশ নেন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ। সাম্প্রদায়িকতারোধে সবাইকে এক হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি