বর্তমান সময়ে প্রিয় তারকার সঙ্গে দেখা হওয়া মানেই কুশল বিনিময়ের পর একটি সেলফির আবদার। সেলফি না হলেও প্রিয় মানুষের পাশে দাঁড়িয়ে ছবি তোলার ইচ্ছা থাকে প্রায় সবারই। কিন্তু মোহাম্মদ রিজওয়ানের নারী ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ।
বর্তমানে ক্রিকেটবিশ্বের অন্যতম সুপারস্টার পাকিস্তানের উইকেট-কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। নারী ক্রিকেটভক্তদের মনেও ইতোমধ্যেই গড়ে তুলেছেন বিশেষ জায়গা। বিশ্বকাপ টি-টোয়েন্টিতে তার অনবদ্য পারফরমেন্স মন কেড়েছিলো ক্রিকেট ভক্তদের। তখন থেকেই শুরু হয় রিজওয়ানকে নিয়ে গবেষণা।
এসব গবেষণায় নানান মজার তথ্য উঠে এসেছে রিজওয়ানের ব্যাপারে। কখনো তার ধার্মিক জীবন, বা কোথাও খেলতে গেলে তার পছন্দের বালিশ সাথে রাখা- এমন নানা তথ্য নিয়ে রিজওয়ান প্রায়ই মজার পাত্র হয়ে উঠেছেন।
এবার সামনে এলো রিজওয়ান সম্পর্কিত এমনই আরেক তথ্য। সম্প্রতি জানা গেছে, কোনো নারী ভক্তের সাথে ছবি তোলেন না তিনি। এমনকি রিজওয়ানকে কখনও কোনো ছবিতে নারী ভক্তের পাশে দাঁড়াতেও দেখা যায়নি। অথচ তার নারী ভক্তের অভাব নেই ।
তবে এর পেছনে রয়েছে রিজওয়ানের নিজস্ব একটি মহৎ কারণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেটি জানিয়েছেন তিনি। মূলত নারীদের মা-বোনের মতো সম্মান করেন বিধায় নিজেকে তাদের সঙ্গে ছবি তোলার যোগ্য মনে করেন না রিজওয়ান।
ছবি না তোলার কারণ সম্পর্কে জানতে চাইলে রিজওয়ান জানান, “নারীদের তিনি সম্মান করেন৷ আর বোন-মায়েরা যখন এসে বলে তখন নিজেকে তাদের সাথে ছবি তোলার যোগ্য মনে করেননা তিনি। কারণ তাদের সম্মান আরো অনেক উপরে।”
তাকে জিজ্ঞেস করা হয়েছিল, নারীদের পাশে কেনো লাজুক মনে হয়? উত্তরে রিজওয়ান জানান, ‘আসলে বিষয়টা লাজুকতা বা অন্য কিছু নয়। কিছু জিনিস থাকে সবার ব্যক্তিগত। তেমনি সব খেলোয়াড়েরও কিছু ব্যক্তিগত কারণ থাকে।
পরিশেষে তিনি আশা করেন এ কারণে মা-বোন যারা তার ভক্ত, তারা কেউই মনঃক্ষুণ্ণ হবেনা ।