নিউজ ডেস্ক / বিজয় টিভি
রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরন করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ক সমন্বয় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। রোজার সময় পচা-বাসি খাদ্য যাতে বিক্রি না হয়, সেজন্য র্যাবের সমন্বয়ে ব্যাপক নজরদারি চালানো হবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা দ্বিগুণ করা হবে। ৩৬৫ দিনেই আমরা রমজানের শিক্ষা নিয়ে খাদ্য সরবরাহ করতে চাই বলেও জানান মন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, ২৮ এপ্রিল পর্যন্ত হিসাব অনুযায়ী সরকারি খাদ্যগুদামগুলোতে ১২ লাখ ৪০ হাজার টন খাদ্যশস্য মজুত রয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি