নিউজ ডেস্ক / বিজয় টিভি
চট্টগ্রামে পৃথক ঘটনায় ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বোয়ালখালীর কধুরখীল এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত রমিতা দাশ মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতাবস্থায় মারা যান তিনি। এদিকে রাউজানের খেলার ঘাট এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্ল্যাহ জানান, কর্ণফুলী নদীতে ভেসে আসা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে হাটহাজারীর দক্ষিণ মিরের খিল এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাটহাজারী থানা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি