নিউজ ডেস্ক / বিজয় টিভি
নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ মো. রাজিব নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রনব চৌধুরী জানান, বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে। রাজিবের কাছ থেকে একটি এলজি ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। সে কুসুমবাগ আবাসিক এলাকার সেলিমের ছেলে। তার বিরুদ্ধে খুলশী থানায় সাতটি মামলা রয়েছে। এদিকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে করা এক মামলায় মীরাক্কেল তারকা মো. কায়কোবাদকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর করা মামলায় তাকে গ্রেফতার করে হাটহাজারী থানা পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি