নিউজ ডেস্ক / বিজয় টিভি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর জিন্নুরাইন কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপি ঈদ ফ্যাশন ফেস্ট-২০১৯ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিন্নুরাইন গ্রুপের চেয়ারম্যান এস এম জমির উদ্দিন সহ অন্যান্য উদ্যোক্তারা। মেলা আগামী ৪ মে পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। মেলায় বিভিন্ন স্টলে নারী ও শিশুদের বর্ণিল পোষাক প্রদর্শনী ও লাইফ স্টাইলের ভিন্ন ভিন্ন উপকরন সাজিয়ে বসেছেন বিভিন্ন নারী উদ্যোক্তা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি