গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করে ৭৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩ দশমিক ৪৬ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ৬৬ জন মহানগর এলাকার ও ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২২৪ জন।
এর মধ্যে মহানগর এলাকায় ৯১ হাজার ৮১২ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৪১৪ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।