বরাবরের মতো এবারও চট্টগ্রাম বোর্ডের সেরা ফলাফল কলেজিয়েট হাই স্কুলের দখলে।
এবার এ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ৪৫৭ শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪৫৬ জন। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪১১ জন। এ নিয়ে গত ১৯ বছরে ১৭ বার বোর্ড সেরা স্থানটি দখল করে রেখেছে কলেজিয়েট স্কুল। ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা ১০ বছর শীর্ষস্থান দখলে রাখার গৌরব অর্জন করার পর ২০১১ ও ২০১২ সালের এসএসসি পরীক্ষায় দ্বিতীয় স্থান নিয়েই সন্তষ্ট থাকতে হয় তাদের। ২০১৩ সালে আবারও চট্টগ্রামের শীর্ষ ফলাফল অর্জন করে স্কুলটি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি