নিউজ ডেস্ক / বিজয় টিভি
আগামী এক মাসের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে থাকা অসংগতি দুর করা না হলে জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন প্রত্যাখান করার পর কারও সঙ্গে আলোচনা না করেই সাতজন শপথ নিলেন। এটিই প্রমাণ করে ঐক্যফ্রন্ট সঠিকভাবে পরিচালনা করা যায়নি। সময় বেঁধে দেওয়ার আগে জোটের অন্য শরিকদের সঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে কাদের সিদ্দিকী জানান, সবার সঙ্গেই আলোচনা হয়েছে। গত বছরের ১৩ অক্টোবর গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি