এদিকে, বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বৌদ্ধপূর্ণিমা।
সকালে এ উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল শোভাযাত্রা বের করে বৌদ্ধধর্মালম্বীরা। শোভাযাত্রা শেষে উজানিপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারে সকলে প্রার্থনায় মিলিত হয়। এসময় ধর্মীয় নির্দেশনা দেন উজানী পাড়া বিহারের বিহারাধ্যক্ষ ড. সুওয়াইন্না মহাথের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোমাং সার্কেল চীফ রাজা বোমাংগ্রী চৌধুরী সহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি