শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সেজে প্রতারণার অভিযোগে মো. ওসমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ভোররাতে ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওসমান খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকার বাসিন্দা। পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আব্দুর রউফ বলেন, ‘ওসমান দীর্ঘদিন ধরে শিক্ষা উপমন্ত্রীর কণ্ঠ নকল করে বিভিন্ন জনের কাছে চাঁদা দাবি ও প্রতারণা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে জানুয়ারি মাস থেকে এ কাজ করে আসছে সে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
নিউজ ডেস্ক / বিজয় টিভি