ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। সকাল ৯টায় চট্টগ্রাম রেলস্টেশনে ১ থেকে ৭ নম্বর কাউন্টার থেকে টিকিট দেয়া হয়।
রেলওয়ে সূত্র জানায়, প্রথম দিন দেয়া হচ্ছে ৩১ মে’র টিকিট। ২৩ মে দেওয়া হবে ১ জুনের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ২৬ মে পর্যন্ত বিক্রি হবে টিকিট। এছাড়া ২৯ মে শুরু হবে ফিরতি টিকিট বিক্রি। এদিন দেয়া হবে ৭ জুনের টিকিট। চলবে ২ জুন পর্যন্ত। চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, রেলওয়ের পূর্বাঞ্চল থেকে প্রতিদিন ১২ হাজার টিকিট দেয়া হবে। মোট টিকিটের ৫০ শতাংশ দেয়া হবে অ্যাপসের মাধ্যমে। এছাড়া টিকিট কালোবাজারি রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।