তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকায় দলে বসন্তের কোকিলের সমাগম হয়েছে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে কোতোয়ালী থানা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সহ-সভাপতি জাকির হোসেন সর্দারের স্মরণে শোকসভা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষসহ অন্যরা।