কক্সবাজারের রামু থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা সহ এক নারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।
শুক্রবার উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নাদের পাড়া এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ আয়েশা সিদ্দিকা নামের ওই নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৭৯ হাজার টাকা ও ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে কক্সবাজারের উখিয়ার পালংখালী বাজার থেকে শুক্রবার সন্ধ্যায় প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় ইয়াবা বহনের দায়ে একটি ট্রাকও জব্দ করা হয়। কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি