ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর যৌথ উদ্যোগে রাজধানীর উত্তরায় চালু হলো চক্রাকার বাস সার্ভিস।
সোমবার দুপুরে উত্তরার রবীন্দ্র স্মরণীতে আনুষ্ঠানিকভাবে চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধন করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এসময় উত্তর সিটি মেয়র বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে নগরবাসীকে সচেতন হতে হবে। আর ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান উত্তর সিটি মেয়র। বিআরটিসির ১০টি শীততাপ নিয়ন্ত্রিত বাস নিয়ে চালু হল এই সেবা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি