চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ।
শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এর আগে সকালে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।
এ বছর কারিগরি শিক্ষাবোর্ড থেকে মোট ১ লাখ ২২ হাজার ৪৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র ৯৩ হাজার ৬২৯ জন এবং ছাত্রী ২৮ হাজার ৮১৫ জন। এদের মাঝে উত্তীর্ণ পরীক্ষার্থী ১ লাখ ৫ হাজার ৭৩০ জন।
কারিগরি শিক্ষাবোর্ডে এবার জিপিএ ৫ পেয়েছেন ১৮ হাজার ১৪৫ জন।
এসএসসি ও সমমানের ফলাফলে দেখা যাচ্ছে, এ বছর ঢাকা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯ শতাংশ, রাজশাহীতে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, বরিশাল বিভাগে ৯০ দশমিক ১৮ শতাংশ, সিলেট বিভাগে পাসের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২ শতাংশ, যশোরে ৮৬ দশমিক ১৭ শতাংশ, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৭ শতাংশ, ময়মনসিংহে ৮৫ দশমিক ৪৯ শতাংশ।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
এ বছর মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন।