অক্টোবরের শুরুতেই প্রাক নির্বাচন পরিস্থিতি দেখতে পর্যবেক্ষক দল পাঠাবে আমেরিকা বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমরা বাংলাদেশে একটি সহিংসতা মুক্ত ফ্রি, ফেয়ার ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ, নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। আগামী অক্টোবরে প্রাক মূল্যায়ন পর্যবেক্ষক টিম পাঠাবে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞতা রয়েছে এমন জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞদের পাঠানো হবে।
হিরো আলমকে নিয়ে মন্তব্য করায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হয়েছে বলে দাবি করা প্রতিমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশে ঢুকে যদি কেউ আমাদের ভেতরের রাজনৈতিক ব্যাপারে কথা বলে তাহলে আমরা এ থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করি। আমরা এটাকে কোন ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে মনে করি না।