পাবনা জেলার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রামে অভিযান চালিয়ে দুই হত্যা মামলার আসামি সুজনকে (২৮) গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ র্যাব-১২ এর হেডকোয়াটার থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ।
এতে বলা হয়, গ্রেপ্তারকৃত সুজন পাবনা জেলার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রামের নুরু বক্সের ছেলে। তিনি সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছিল। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিল না। এমন তথ্যের ভিত্তিতে বুধবার (২ আগস্ট) পাবনা জেলার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রামে একটি চায়ের দোকানের পাশে অভিযান চালায় র্যাব-১২ এর সদস্যরা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সুজনসহ ৭ থেকে ৮ জনের একটি দল এলাকায় অস্ত্রসহ ঘোরাফেরা করে। তারা মাঝে মধ্যে দিনের বেলায় বাড়িতে আসে এবং রাতের বেলায় বিলের পানিতে ভাসমান নৌকায় থাকে। বাকি সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। সুজন পাবনা জেলার ফরিদপুর থানার অনিল কুমার সাহা ও সাথিয়া থানার আলমাস হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।