আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই এদেশে অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয় বলে দাবি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন অনুষ্ঠানে মাওয়া রেল স্টেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আজকে যারা ভোটের কথা বলে। অবাধ, নিরপেক্ষ নির্বাচনের কথা বলে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে বলেই এদেশে অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়। আর যারা নির্বাচনের দুয়ো তুলে, প্রতিদিন আমাদের ক্ষমতা থেকে হটায় তারা কখনো অবাধ, নিরপেক্ষ নির্বাচন চায় না।
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে শুধু আওয়ামী লীগ বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাঙালির ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। ২৯ বছর যারা ক্ষমতায় ছিলো কেউ ভাগ্যোন্নয়নে কাজ করেনি।
আগামী ৩-৪ বছরের মধ্যে রেল যোগাযোগ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, স্মার্ট বাংলাদেশে সব কিছু স্মার্ট হবে। ১৯৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, এটাই আমাদের লক্ষ্য।
বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভোট চুরি করা ছাড়া কোনোদিন ক্ষমতায় আসে নাই। যে কারণে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত ২০ দলীয় জোট ৩০০ সিটে পেয়েছিল মাত্র ২৯টি। তারপর থেকে তারা নির্বাচন বয়কট আর মানুষের জীবন নিয়ে খেলার ধ্বংসযজ্ঞে মেতে আছে।