ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে গাছ লাগানোর পাশাপাশি সবুজায়ন ও গণপরিসর কার্যক্রম পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এজন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে ডিএনসিসির একটি সমঝোতা চুক্তি হওয়ার কথা রয়েছে। আর এই সমঝোতা স্মারক প্রস্তুত ও বাস্তবায়ন করতে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করেছে সংস্থাটি।
বুধবার (২৫ অক্টোবর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ইতোমধ্যে ৫ সদস্যের কমিটির অনুমোদন দিয়ে একটি অফিস আদেশ জারি করেছেন।
তিনি বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে গাছ লাগানো, সবুজায়ন এবং গণপরিসর উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার জন্য সার্বিক কার্যক্রমের প্রস্তুতি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে এই কমিটি।
পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক ডিএনিসিসির প্রধান প্রকৌশলী আর সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদকে। এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন- ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা এবং ডিএনসিসির আইন কর্মকর্তা।