নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় রাজিব (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী মোসলেউদ্দিন।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের আমলাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মোসলেউদ্দিনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ মোল্লা জানান, ভুলতা থেকে কাঞ্চনগামী মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে চালক রাজিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন মোটরসাইকেলে থাকা মোসলেউদ্দিন। খবর পেয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান আশরাফ মোল্লা।