অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টার সময় কক্সবাজারের টেকনাফ থেকে ২৪ জনকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে তিন জন বাঙালি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়াদের মধ্যে ছয়টি শিশু, ছয়জন নারী ও ১২ জন পুরুষ রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি।
তিনি জানান, সমুদ্রপথে মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা বলে উখিয়া-টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবির থেকে রোহিঙ্গা নাগরিকদের বের করে এনে টেকনাফ বাহারছড়া পাহাড়ের পাদদেশে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪ জনকে সেখান থেকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিন জন বাঙালি।
তিনি আরো বলেন, পুলিশের কয়েকটি দল এখনো পাচারকারীদের ধরতে মাঠে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আদালতের মাধ্যমে তাদের নিজ নিজ আশ্রয়শিবিরে পাঠানো হবে।