লায়ন্স ইন্টারন্যাশনাল ঢাকার উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে ৫১তম ইসামি ফোরাম ২০২৩।
শুক্রবার (১৫ ডিসেম্বর) হোটেল ইন্টার কন্টিনেন্টালের মধুমতি হল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসামি ফোরামের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি বছর ‘ভারত, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য ইসামি ফোরাম’ বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। ISAME-এর বিভিন্ন দেশের লায়নেরা একই জায়গায় একত্রিত হয়ে বন্ধুত্ব গড়ে তোলেন। নিজেদের মতামত বিনিময় এবং ভবিষ্যতের কর্মসূচির পরিকল্পনার জন্য একত্রিত হন। এবার আয়োজনটি বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। এতে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আট শতাধিক প্রতিনিধি এবং বাংলাদেশের ৩৫০ প্রতিনিধি অংশ নিচ্ছেন। মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশ ২০ বছর পর এ ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে।
সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, লায়ন্স ইন্টারন্যাশনালের সঙ্গে জাতিসংঘের একটি পরামর্শমূলক মর্যাদা রয়েছে। সংগঠনটি ১৯১৭ সাল থেকে কাজ করছে। বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংস্থা। সারাবিশ্বের ২১০টি দেশে এর কার্যক্রম বিস্তৃত আছে। ১.৪ মিলিয়ন লায়ন ও লিও এ সংগঠনে একসাথে কাজ করে।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি ১৫ ডিসেম্বর বিকেলে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। লায়ন্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ড. প্যাট্টি হিল, এলসিআইএফের চেয়ারপারসন ব্রায়ান ই. শিহ্যান, ইন্টারন্যাশনাল ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ফ্যাব্রিসিও অলিভেরা, ইন্টারন্যাশনাল সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট এপি সিং এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও অংশগ্রহণকারীরা এ অনুষ্ঠানে যোগ দেবেন।
ফোরাম পরিকল্পনা কমিটির চেয়ারম্যান আইডি এলএন মহেশ পাসকোয়াল; ফোরাম সাংগঠনিক কমিটির চেয়ারম্যান পিআইডি লে. কাজী আকরামউদ্দিন আহমেদ; প্রধান উপদেষ্টা পিআইডি এলএন শেখ কবির হোসেন; ভাইস চেয়ারপারসন পিআইডি এলএন মোসলেম আলী খান, সেক্রেটারি ফোরাম সাংগঠনিক কমিটির আইডি এনডোর্সি এলএন নাজমুল হক; কোষাধ্যক্ষ ফোরাম আয়োজক কমিটি পিডিজি এলএন সেলিম আহমেদ, হোস্ট কমিটির চেয়ারম্যান ও কাউন্সিল চেয়ারম্যান-এমডি ৩১৫ এলএন মো. আব্দুল ওয়াহাব এবং ফোরামের সকল গণ্যমান্য ব্যক্তিকে বিশ্বমানবিক সেবার জন্য আন্তরিকভাবে কাজ করার জন্য বিশেষ মর্যাদা প্রদান করা হবে।
ঢাকা ফোরামে ১৬ ও ১৭ ডিসেম্বর একযোগে চারটি ধাপে ১৬টি সেমিনার অনুষ্ঠিত হবে। ১৬ ডিসেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবেন বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান; ১৭ ডিসেম্বর অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে থাকবেন আন্তর্জাতিক অটিজমকর্মী ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার নির্বাচিত পরিচালক সায়মা ওয়াজেদ।