জামালপুরে বাস-পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
নিহতরা হলেন সবজি ব্যবসায়ী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মৃত সলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০), জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবাহানের ছেলে শামসুল হক (৫০), পিকআপ ভ্যানচালক মো. সোজা মিয়া (৪০)।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা এলাকায় ঢাকাগামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সবজিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা দুই সবজি ব্যবসায়ী আনোয়ার হোসেন এবং শামসুল হকের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ ভ্যানচালক সোজা মিয়ার মৃত্যু হয়।
এ ছাড়াও সংঘর্ষের ঘটনায় অটোরিকশার যাত্রীসহ ৬ জন আহত হয়েছেন। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।