ক্ষমতায় থেকে মানুষের ভাগ্য না গড়ে বিএনপি-জামায়াত নিজেদের ভাগ্য গড়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশালের নির্বাচনী জনসভায় বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। আমরা শিক্ষার দিকে নজর দিয়েছি, বিশেষ প্রণোদনা দিয়েছি। এ সময় বরিশালে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। আমরা শিক্ষার দিকে নজর দিয়েছি, বিশেষ প্রণোদনা দিয়েছি।
এ সময় বরিশালে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বরিশালে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে, বরিশালে শিল্পকারখানা স্থাপন করা হবে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের হাত ধরেই এক সময়কার অন্ধকার বরিশালে আলো জ্বলছে। ভাঙ্গা থেকে পায়রা বন্দর ও কুয়াকাটা পর্যন্ত ছয় লেনের রাস্তা করা হবে। বিএনপি সন্ত্রাসী দল। রাজনীতি করার অধিকার তাদের নাই।
তিনি বলেন, বিএনপি ও তাদের দোসর নির্বাচন বানচাল করতে চায়। ৭ তারিখ সকালে সবাই ভোটকেন্দ্রে যাবেন। গিয়ে নৌকায় ভোট দিবেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার আছে বলেই দেশ উন্নত হয়েছে। জিয়া-খালেদার সময়ে দেশ পিছিয়ে গিয়েছিল। আওয়ামী লীগ আসলে দেশ সামনের দিকে এগিয়ে যায়। নতুন যারা ভোটার তাদের ভোট যেন ব্যর্থ না হয়।