জামাইয়ের কাছে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার সময় মো. ইউসুফ নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, স্টেশন রোড এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশের হাতে রোববার দিবাগত রাতে গ্রেফতার হন ইউসুফ। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সোমবার ভোররাতে হালিশহর এলাকা থেকে আবদুর রহিমকে গ্রেফতার করা হয়। এদিকে কারাগারে কারারক্ষীর কাছ থেকে ইয়াবা উদ্ধারের পর এবার এক হাজতির কাছে মিললো ৩৫০ পিস ইয়াবা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন জানান, রোববার দুপুরে নুর মোহাম্মদ নামে ওই হাজতি পায়ুপথে করে ৭টি ছোট পুটলি বানিয়ে ইয়াবাগুলো নিয়ে আসে। তাকে সন্দেহ হলে টয়লেটে নিয়ে গিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি