ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী এলাকা অতিক্রম করার সময় চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে ডাকাতির ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
১২ জুন রাতে ডাকাতির ওই ঘটনার পর বৃহস্পতিবার রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শামসুদ্দিন শামসের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরে কুমিল্লার লাকসাম থানায় একটি ডাকাতির মামলা হয়। মামলার তদন্তে থাকা লাকসাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিন জানান, ফেনীর মুহুরীগঞ্জ রেল সেতুর কাছে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। তারা হলো জুয়েল, শিপন ও শাকিল। ডাকাতিতে তারা ১০ জন অংশ নেয় বলে জানিয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি