নিউজ ডেস্ক / বিজয় টিভি
হটলাইনে পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালিয়েছে দুদক।
অভিযানে হটলাইনে করা অভিযোগের সত্যতাও পেয়েছে দুদকের টিম। মঙ্গলবার দুপুরে নগরীর পাঁচলাইশে আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান পরিচালনা করা হয়। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন জানান, পাসপোর্ট অফিসের বিভিন্ন নথিপত্র দেখে হটলাইনে করা অভিযোগের সত্যতা মিলেছে। দালালের দৌরাত্ম্য বন্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের দায়ে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মো. আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। আজ ডবলমুরিং থানায় দুর্নীতি দমন আইনে মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি