নিউজ ডেস্ক / বিজয় টিভি
ফটিকছড়িতে সরকারি নীতিমালার তোয়াক্কা না করেই গড়ে উঠেছে বেশ কয়েকটি অবৈধ ইটভাটা। পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ফসলি জমিতে গড়ে উঠছে অবৈধ এসব ইট ভাটা।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী ফসলি জমি ও বসতি এলাকার ৩ কিলোমিটারের মধ্যে ইট ভাটা নির্মাণ নিষিদ্ধ হলেও ভাটা মালিকরা মানছে না কোন বিধি নিষেধ। এদিকে গড়ে ওঠা পুরাতন ৬২টি ইটভাটার বেশির ভাগেরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। তবু প্রতিবছর স্থানীয়ভাবে প্রশাসনকে ম্যানেজ করে ইট তৈরি করে যাচ্ছে ভাটা মালিকরা। এ ব্যাপারে জানতে চাইলে ফটিকছড়ি সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী জানান, পরিবেশ বিনষ্ট করে কোন ধরনের নতুন ইটভাটা গড়তে দেয়া হবে না।
নিউজ ডেস্ক / বিজয় টিভি