সাম্প্রতিক সময়ে ফটিকছড়ি উপজেলার ঘরে ঘরে ভাইরাস জনিত জ্বর, সর্দি, কাশি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
তবে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে এ রোগের প্রবণতা দেখা দিয়েছে বেশি। ভাইরাস জনিত এ রোগে আক্রান্ত রোগী ও অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা। শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদিন মুহুরী জানান, সাম্প্রতিক সময়ে ভাইরাস জ্বরের প্রকোপ বেড়ে গেছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
নিউজ ডেস্ক / বিজয় টিভি