খেলাপি ঋণের মামলায় মোস্তফা গ্রুপের চেয়ারম্যান হেফাজতুর রহমানকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
বুধবার রাতে তাকে নগরীর আগ্রাবাদ মোস্তফা গ্রুপের অফিসের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও ব্যাংক এশিয়া লিমিটেডের সাবেক পরিচালক। পুলিশ জানিয়েছে, খেলাপি ঋণের জন্য বিভিন্ন ব্যাংকের দায়ের করা চারটি মামলায় আদালত থেকে হেফাজতুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিলো। ওই পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি