কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ ২ মানবপাচারকারী নিহত হয়েছে।
এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়। রোববার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া নৌকা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়। নিহতরা টেকনাফ সদরের নাইটং পাড়ার মোঃ রুবেল এবং উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা ওমর ফারুক। পুলিশের দাবি নিহতরা মানবপাচারকারী মামলার আসামী। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি