চট্টগ্রামে সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা ও গণমাধ্যমের জোরালো ভূমিকা শীর্ষক এক কর্মশালা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়। জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দীকীর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম মাহমুদ। কর্মশালায় বক্তারা বলেন, সরকার কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে গ্রামীণ হত দরিদ্র্য মা ও শিশুসহ সকল স্তরের জণগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি